পদ্মা সেতুর টোল বুথে বাসের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৯ই জুলাই ২০২২ ০৬:৩৮ অপরাহ্ন
পদ্মা সেতুর টোল বুথে বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল বুথে ফের বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে টোল প্লাজার একটি বুথ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় শরীয়তপুর এক্সপ্রেসের বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এ ঘটনা ঘটে।


পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ খবর নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এখন পদ্মা সেতু কর্তৃপক্ষ যদি চায় তাহলে মামলা করা হবে।  


পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, একটি বাস টোল বুথে ধাক্কা দিয়ে সামান্য ভেঙে ফেলেছে। এর আগেও একটি বাস দক্ষিণ প্রান্তে ধাক্কা দিয়ে টোলপ্লাজার ক্ষতি করেছিল। তখন মেরামতের জন্য জরিমানা করে বাসটি ছেড়ে দেওয়া হয়। এবারও হয়ত সে রকম ব্যবস্থা নেওয়া হবে। বাসটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে।


আবুল হোসেন জানান, ভাঙা টোল বুথে আপাতত টোল নেওয়া বন্ধ রয়েছে।