পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইসলামাবাদ হাইকমিশনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এই শুভেচ্ছা উপহার।
মঙ্গলবার (৫ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে এই আম হস্তান্তর করা হয়।
হাই কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রসিদ্ধ এই আম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে পাকিস্তান। এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে।
এর আগে শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের আম পাঠানো হয় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্যও আম পাঠান প্রধানমন্ত্রী। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম উপহার দেন শেখ হাসিনা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।