গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফয়সল চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: রবিবার ৮ই ডিসেম্বর ২০২৪ ০৬:১০ অপরাহ্ন
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফয়সল চৌধুরীর

কানাডা বিএনপির তিনবারের সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী রোববার (৮ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান।


ফয়সল আহমেদ চৌধুরী বলেন, “গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতন হয়েছে, তবে ফ্যাসিস্ট শাসনের ষড়যন্ত্র এখনও থেমে নেই। দেশের স্বার্থ রক্ষায় দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি বিএনপিকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।


ফয়সল চৌধুরীর আগমন উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু, এবং আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।


কানাডায় অবস্থানকালে ফয়সল আহমেদ চৌধুরী আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কানাডার ৬২ জন এমপির সমর্থন আদায় করেছিলেন। এছাড়া কানাডিয়ান মিনিস্ট্রি এন্ড ফরেন এফেয়ার্সের ভাইস চেয়ারম্যান বার্জারেন্ট বেগম জিয়ার সুচিকিৎসার জন্য সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন।


ফয়সল চৌধুরী উল্লেখ করেন, বাংলাদেশের ভুয়া ও ডামি জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে কানাডার পার্লামেন্টারি বাংলাদেশ ককাসের চেয়ারম্যান ব্রেড রেড এবং ভাইস চেয়ারম্যান সালমা জাহিরসহ ১২ জন এমপি বিবৃতি দিয়েছিলেন। তিনি ওয়াশিংটন ও অটোয়ায় বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে বিরোধী দলের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।