মমতার শান্তিরক্ষী বাহিনী প্রস্তাবে কূটনৈতিক অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৬:০৪ অপরাহ্ন
মমতার শান্তিরক্ষী বাহিনী প্রস্তাবে কূটনৈতিক অস্বস্তি

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  


সোমবার (২ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা এই মন্তব্য করেন। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন মন্তব্য করেছেন, তা আমি বুঝতে পারছি না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটি সঠিক পদক্ষেপ নয়। এমন বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য সহায়ক নাও হতে পারে।"  


এদিকে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফর ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হওয়া নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।  


তৌহিদ হোসেন এফওসি প্রসঙ্গে বলেন, "এফওসি হওয়ার কথা। আশা করি, দুই পক্ষ একসঙ্গে বসবে। পারস্পরিক স্বার্থ ঠিক রেখে আমাদের ভারতের সঙ্গে স্বাভাবিক ও ভালো সম্পর্ক বজায় রাখতে হবে।"  


ভারতীয় ভিসা বন্ধের কারণে বাংলাদেশি নাগরিকদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "অনেকে চিকিৎসার জন্য ভারতে যেতে পারছেন না। আবার কলকাতার ব্যবসায়ীদের অবস্থাও খারাপ। ভারতের স্বার্থের কথা তাদেরই দেখতে হবে।"  


ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তৌহিদ হোসেন বলেন, "অন্তরের চেয়ে স্বার্থই এখানে বড় বিষয়। উভয় দেশ নিজেদের স্বার্থ অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেবে।"  


মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়ন নিয়ে আলোচনা চললেও দুই দেশের কূটনৈতিক সংলাপ ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।