ভারতীয় মিডিয়ার অপপ্রচার সম্পর্কে সত্য তুলে ধরার আহ্বান জানালেন-স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - রংপুর
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৩:৩২ অপরাহ্ন
ভারতীয় মিডিয়ার অপপ্রচার সম্পর্কে সত্য তুলে ধরার আহ্বান জানালেন-স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এমন দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিকদের কাছে আহ্বান জানিয়েছেন, ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে তাদের সহায়তা করতে।  


সোমবার (২ ডিসেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি, তবে আমাদের সম্পর্কে পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করছে। এই অপপ্রচার রুখতে দেশের সাংবাদিকরা সত্য ঘটনা প্রকাশ করুন।" তিনি আরও বলেন, "যদি সাংবাদিকরা সত্যি ঘটনা তুলে ধরেন, তাহলে ভারতীয় মিডিয়ার এই অপপ্রচার বন্ধ হয়ে যাবে।"  


এ সময় তিনি আবু সাঈদ হত্যাকাণ্ডের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, "আবু সাঈদের বীরত্ব সারা দেশে সমাদৃত। তার নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হচ্ছে, এবং এই ফাউন্ডেশনকে সহযোগিতা করা হবে।" তিনি আরও জানান, আবু সাঈদ হত্যা মামলায় তিনজন আসামি গ্রেফতার হয়েছে এবং বাকি আসামিদের আইনের আওতায় আনা হবে।  


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে, তবে আগের তুলনায় পরিস্থিতি উন্নতি হয়েছে।" তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "দেশের উন্নতির জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।"  


স্বাস্থ্য, আইনশৃঙ্খলা এবং পুলিশের সিলেকশন প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি। তিনি পুলিশ নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি থাকলে তা তদন্ত করার কথা জানান। "যদি কোনো বাণিজ্য বা অনিয়ম ঘটে, তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে," বলেন তিনি।  


রংপুরের শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পর, দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।