ক্যাডার ও জেলাপ্রশাসক পদবি বাদ, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা- জনপ্রশাসন সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ১লা ডিসেম্বর ২০২৪ ০৫:০০ অপরাহ্ন
ক্যাডার ও জেলাপ্রশাসক পদবি বাদ, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা- জনপ্রশাসন সংস্কার কমিশন

সরকারি প্রশাসনে কাঠামোগত পরিবর্তন আনতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, কমিশন "ক্যাডার" এবং "জেলাপ্রশাসক" এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও করা হয়েছে।


কমিশন প্রধান বলেন, ‘‘আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে’’। এর মাধ্যমে তিনি প্রশাসনে দুর্নীতি ও অস্বচ্ছতার বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেন। তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন, সে জন্য কমিশন প্রাসঙ্গিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।


কমিশনের সদস্য এবং জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান বলেন, বর্তমানে এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। ঘুষের লেনদেন এখনো চলছে এই অফিসগুলোতে, যা প্রশাসনের ওপর জনগণের আস্থাহীনতা তৈরি করছে। তিনি জানান, ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষের অভিজ্ঞতা শোনার জন্য গণশুনানি আয়োজন করা হয়েছে, যাতে জনগণের চাহিদার ভিত্তিতে প্রশাসনিক পরিবর্তন আনা যায়। 


প্রশাসনের কাঠামো পরিবর্তনের লক্ষ্যে ক্যাডার সিস্টেমের পরিবর্তে "সিভিল সার্ভিস" ব্যবস্থার প্রস্তাব দেওয়া হবে। এদিকে, কমিশন জানায়, এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কয়েকটি প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। 


এছাড়া, আগামী ডিসেম্বরের মধ্যে কমিশন তাদের সুপারিশ পূর্ণাঙ্গভাবে সরকারকে উপস্থাপন করবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনে আরও সুশাসন প্রতিষ্ঠিত করতে এসব পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন সচিব।


এ ধরনের সংস্কারের মাধ্যমে সরকারের প্রশাসনিক সেবাকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ এবং জনগণের প্রতি সেবামুখী করা হবে, যা জনগণের আস্থায় উন্নতি ঘটাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।