প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১:৫৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
বিস্তারিত আসছে…
রাজনৈতিক সংস্কারের প্রস্তাবনা নিয়ে চলমান সংলাপে বড় ধরনের অগ্রগতি হয়েছে। সব রাজনৈতিক দল একমত হয়েছে যে, একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, এটি আগামী ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত করা হবে। রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি বোয়িং থেকে ২৫টি উন্নতমানের উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার রাজধানীর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, বোয়িং একটি বেসরকারি কোম্পানি, যুক্তরাষ্ট্র সরকার এই কোম্পানির ব্যবসা পরিচালনা করে না। বোয়িং নিজস্ব নীতিতে অর্ডার গ্রহণ ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের এই অর্ডার বিশ্ববাজারে বোয়িং-এর
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা রবিবার গিয়ে পৌঁছেছে ১৯তম দিনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল সোয়া ১১টায় এই দিনের বৈঠক শুরু হয়, যেখানে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি জানান, ইতোমধ্যে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের খোঁজ নিতে শনিবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাত ৯টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিনের কাছ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানতে চান,
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ফিলিস্তিন সংকট সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। দুই দিনব্যাপী এ সম্মেলনটি নিউইয়র্কে ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। সম্মেলনটি জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরের গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর ভিত্তিতে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও