প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১:৫৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
বিস্তারিত আসছে…
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপ ভ্রমণের সুযোগ পাবেন। তবে পরিবেশ রক্ষায় পর্যটকদের কঠোরভাবে মানতে হবে সরকারের জারি করা ১২টি নতুন নির্দেশনা। বুধবার কক্সবাজার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা যায়, পর্যটকবাহী জাহাজগুলো কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সরাসরি সেন্ট মার্টিনে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে বানচালের জন্য দেশের ভেতর এবং বাইরে থেকে বড় শক্তি কাজ করবে। তিনি বলেন, এটি ছোটখাটো চক্রান্ত নয়, বরং ব্যাপক ও সুপরিকল্পিত প্রচেষ্টা হতে পারে যা হঠাৎ করে আক্রমণ আকারে সামনে আসতে পারে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল
ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার এক শর্ত রয়েছে—সে দেশে ফিরবেন কেবল বৈধ সরকারের অধীনে। আজ বুধবার (২৯ অক্টোবর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফিরতে ইচ্ছুক, তবে নির্বাচন মাধ্যমে গঠিত সরকার থাকলে এবং প্রকৃত আইন-শৃঙ্খলা বজায় থাকলে এই পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন,
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে নির্বাচন তারিখ ঘোষণা করা হবে। এর আগে বুধবার দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৯ অক্টোবর) ঘোষণা করেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত না হওয়া সত্ত্বেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল এবং ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না হওয়ায় তাদের গেজেট বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের তালিকা যাচাই করা হলে কিছু