আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় পাশের হার ৯১. ৩৮

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির থানা প্রতিনিধি শ্রীমঙ্গল , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ১০ই জুন ২০২৪ ০৯:৩৬ অপরাহ্ন
আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় পাশের হার ৯১. ৩৮

আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের ১২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৮৯.৮ শতাংশ। সোমবার (১০ জুন) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে  ফলাফল প্রকাশ করা হয়।


এ সময় আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সদররুল মুদাররিসিন মাওলানা রশিদ আহমদ হামিদীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর।


ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুণা মাদরাসার শিক্ষাসচিব ও বোর্ডের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা ফখরুজ্জামান, বোর্ডের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা হিলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরিফপুরী, অর্থ সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা আব্দুস সামাদ আল আযাদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাব্বির আহমদ, সদস্য মাওলানা আদিল আলম হামিদী, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।


আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অন্যতম উপদেষ্টা, বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী জানান, সর্বসাধারণের জন্য কুরআন শিক্ষাকে সহজতর করা এবং কুরআনের আলোকে সমাজ ব্যক্তি ও পরিবার গঠনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ২০১১ আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ৪৫টি জেলায় ৪ হাজার ৫০০ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত সহস্রাধিক কেন্দ্রে প্রায় ২ লক্ষ পঞ্চাশ হাজার ছাত্র-ছাত্রী প্রতি বছর সহিশুদ্ধভাবে কুরআনের শিক্ষা গ্রহণ করে। পরীক্ষার ফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, ওস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি।


বোর্ডের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী জানান, আলহামদুলিল্লাহ, এ বছর আমাদের বোর্ডের ফলাফল অনেক ভালো হয়েছে। এবার আমাদের বোর্ড পরীক্ষায় ১ হাজার দুইশ সাতজন অংশ গ্রহণ করেছে। পরীক্ষায় পাশের হার ৯১. ৩৮ শতাংশ। এরমধ্যে বোর্ডের মেধা তালিকায় ২০জন স্থান পেয়েছে। সুষ্ঠুভাবে কেন্দ্র পরিচালনা করতে গিয়ে দেশ-বিদেশ থেকে যারা অনুদানসহ নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী, অভিভাবক, প্রশিক্ষক, পরিদর্শকসহ বোর্ডের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।