
প্রকাশ: ১৯ জুন ২০২২, ২:৬

বন্যাকবলিত মানুষকে জরুরি চিকিৎসা সহয়তা দিতে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। টুকের বাজার এলাকায় হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ক্যাম্প। সিলেট বিজিবি-১৯-এর ব্যবস্থাপনায় চলছে এই সেবা কার্যক্রম। দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পে ১৫০ জন চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন বিজিবি-১৯-এর সহকারী পরিচালক মনসুর আলী।
আজ রবিবার সরেজমিনে গিয়ে রোগীর দীর্ঘ লাইন দেখা যায়। মূলত বন্যা দুর্গত এলাকার মানুষজন এখানে চিকিৎসাসেবা নিতে আসছে।
চিকিৎসা নিতে আসা মনোয়ারা বেগম বলেন, 'নাতিকে নিয়ে এখানে ডাক্তার দেখাতে এসেছি। তিন দিনের টানা বৃষ্টিতে তার পায়ে ঘা হয়েছে। জরুরি চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা। '

ছোট্ট শিশু নিপুণ বলে, 'আমার পায়ে ঘা হয়েছে, তাই আমি লাইনে দাঁড়িয়ে আছি। ট্যাবলেট নিয়ে যাব। '
বিজিবি-১৯-এর সহকারী পরিচালক মনসুর আলী বলেন, 'জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য আমরা এখানে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছি। আমাদের একাধিক চিকিৎসাসেবা শুরু হয়েছে। রোগীদের দেখে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। '
তিনি আরো বলেন, 'ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও পায়ে ঘা হওয়া রোগী বেশি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাদের চিকিৎসা দেওয়ার জন্য। প্রয়োজন হলে আমরা মেডিক্যাল ক্যাম্প আরো দীর্ঘদিন রাখার চেষ্টা করব। '