প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ২:১৪
বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের জনগণকে বাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দেশবাসিকে এই অভিনন্দন জানান ভারতের রাষ্ট্রপতি।
বাংলায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে শুরুতে রামনাথ কোবিন্দ বলেন, নমস্কার, শুভসন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের। কানেক্টিভিটির নতুন যুগে প্রবেশ করবে দুই দেশ।
বিস্তারিত আসছে..