প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৩:১২
সারা দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ বা লকডাউন। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সরকার। এই বিধিনিষেধ কার্যকর করতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে কাজ করবে সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী বা চলাচলে বিধিনিষেধ কার্যকর করার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আগামী (আজ) ১ জুলাই ২০২১ সকাল ৬ ঘটিকা হতে ৭ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন জেলা ম্যাজিস্ট্রেট।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারা অনুযায়ী কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এপিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।