প্রকাশ: ৬ জুন ২০২১, ১৫:৫১
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।
দীর্ঘদিনের নীরবতা কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদার করতে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যের সম্ভাবনাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, কিছু বাধা থাকলেও তা অতিক্রম করে পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যত সহযোগিতার পথ খুঁজে বের করাই
ঢাকায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বৈঠকটি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ, যা রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়,
বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে এবং কমিশন আশা করছে আগামী জুনের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। বুধবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান তদন্ত কমিশনের সদস্যরা। প্রেস উইং থেকে জানানো বিবৃতিতে তদন্তের অগ্রগতির নানা দিক উঠে আসে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন, ২০০৯ সালের
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। বিশ্বজুড়ে প্রভাব, উদ্ভাবন ও নেতৃত্বের জন্য প্রতি বছর এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। ড. ইউনূসকে তার সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও নাগরিক স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার পাশাপাশি অতীতের অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় ডিসেম্বর মাসে হতে পারে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত টাইমলাইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং এ