প্রকাশ: ৬ জুন ২০২১, ১৫:৫১
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি ও জামায়াতসহ মোট ১২টি দলের সঙ্গে বসতে যাচ্ছে ইসি। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংলাপ আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তালিকা প্রকাশ করেন। চূড়ান্ত হিসাব অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর আগে ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা
লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত এবং দেশে ফিরতে আগ্রহী মোট ১৭০ জন বাংলাদেশিকে সফলভাবে দেশে ফিরিয়েছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার পর মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান। পুরো প্রত্যাবর্তন কার্যক্রমটি সম্পন্ন হয় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং প্রবাসী কল্যাণ
বর্তমান অন্তর্বর্তী সরকার ১৫ মাসে যে পরিবর্তন ও কার্যক্রম সম্পন্ন করেছে, অতীতে তা কোনো সরকারই করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা উল্লেখ করেন। ‘অন্তর্বর্তী সরকার: নামেই শুধু সরকার, আসলে এক প্রকার এনজিও-গ্রাম’ শীর্ষক স্ট্যাটাসে তিনি লেখেন—অনেকের দৃষ্টিতে এই সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন। এমনকি মার্কিন
চোরাচালান ও অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ মানিলন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার (৫৭) বিরুদ্ধে মামলা রুজু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার (১৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব যাচাই-বাছাই করে সিআইডি অনুসন্ধান শুরু করে। তদন্তে