অতিরিক্ত যাত্রী চাপে মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতক্ষদর্শীরা বলছেন পদদলিত হয়ে মারা গেছেন এই পাঁচজন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।এতে প্রায় পনের জনের মতো আহত হয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরি বাংলাবাজারের উদ্দেশে রওনা হলে মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর আগে, অন্য একটি ফেরি থেকে নামার পর চাপে পড়ে এক কিশোরেরও মৃত্যু হয়। ওই কিশোরের বাড়ি শরিয়তপুরের নড়িয়াতে। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে ফেরিতে। হয়তো গরমের কারণে মৃত্যু হতে পারে।