

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ২ হাজার ২৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

