সমগ্র ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় প্রতিবেশি এই দেশটির সাথে বাংলাদেশের সীমান্ত কাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন বন্ধ থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার (২৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান।
ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি মহামারি রূপ নেয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তারপরই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিলেন।
এদিকে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তে সৃষ্টি হয়েছে অক্সিজেনের চরম সংকট। জ্বালানো হচ্ছে গণচিতা। জায়গা মিলছে না হাসপাতালের মর্গে।