প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১৬:২০
দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। বুধবার বিকাল চারটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করেন। একজন নার্সকে টিকাদানের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানাসহ আরও কয়েকজন টিকা নেন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা হাসপাতালে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সংশ্লিষ্টরা।
প্রথম ভ্যাকসিন দেয়া হয় হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তাকে। তার সঙ্গে আরও দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও এই টিকা নিচ্ছেন।
আজই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনাবাহিনী ছাড়াও ২৫ জন করোনা টিকা নেয়ার কথা রয়েছে। এছাড়া চিকিৎসক হিসেবে প্রথম ভ্যাকসিন নেবেন মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন।
ভ্যাকসিনেটর হিসেবে ভ্যাকসিন প্রদানের জন্য সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তার ও দীপালি ইয়াসমিনের নাম রয়েছে। সাংবাদিকদের মধ্যে টিকা নেবেন এনটিভি অনলাইনের রিপোর্টার মাসুদ রায়হান পলাশ ও আমিরুল মোমিনিন মানিক।
এছাড়া প্রথম দিনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তারা মিয়া, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. অরুপ রতন চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফরোজা জাহিন, হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স মোশাররফ হোসেন টিকা নেবেন।
সেনাবাহিনীর পক্ষে টিকা নেবেন সার্জেন্ট ল্যাবটেক আব্দুর রহিম। এছাড়া সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহম্মেদ মজুমদারও টিকা নিচ্ছেন বলে জানা গেছে।