প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১৮:৪৭
দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ সারা বিশ্ব জুড়ে চলছে , তবে সবচেয়ে বেশি আক্রমণের স্বীকার হচ্ছেন যুক্তরাজ্য । বিশ্বের বহু দেশ বন্ধ করে দিয়েছে তাঁদের সাথে সকল যোগাযোগ । তার মধ্যে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন আরও ২০৫ জন যাত্রী। তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল।
আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
এর আগে গত সোমবার যুক্তরাজ্য থেকে ১৪৪ জন যাত্রী সিলেটে আসেন। তাদেরকেউ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ২৩৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটে থাকা ২০৫ জন যাত্রী
সিলেটে নামেন, বাকি ৩২ যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।