প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২০, ১৬:২২
রাজশাহীতে প্রকাশ্যে ধূমপান করে পথচারীদের তোপের মুখে পড়েছেন এক তরুণী। প্রকাশ্যে ধূমপান করতে দেখে তাকে লক্ষ্য করে প্রথমে তেড়ে যান মাঝবয়সী এক ব্যক্তি।ওই ব্যক্তির নাম শহীদ হোসেন বারেক। এসময় তরুণীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তোপের মুখে এক পর্যায়ে ওই তরুণী সিগারেটের আগুন নিভিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তরুণীকে অপদস্থকারী ব্যক্তির খোঁজ নেওয়া শুরু করে।
ভিডিওতে দেখা যায়, নীল শাড়ি পরা এক তরুণী ও জিন্স প্যান্ট এবং টি শার্ট পরা তরুণ একসঙ্গে ফুটপাতে বসে ধূমপান করছিলেন। এসময় তাদের লক্ষ্য করে এগিয়ে যান শার্ট-প্যান্ট আর মাথায় টুপি পরা শহীদ হোসেন বারেক। তিনি ওই তরুণীকে সিগারেটের আগুন নিভিয়ে ফেলতে বলেন। তাদের সেখান থেকে চলে যেতে বললে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই তরুণ-তরুণী সেখান থেকে চলে যান। শুরু থেকেই মোবাইল ক্যামেরায় ঘটনাটির ভিডিও ধারণ করা হয়।