প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২০, ২:৩৯
আশাশুনি উপজেলার কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী সমাজসেবা, করোনা মোকাবেলা ও সামাজিক কর্মকান্ডের স্বীকৃতিস্বরুপ ইউনিয়ন পরিষদ স্বর্ণপদক, ড. মুহাম্মাদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড, মুজিব এ্যাওয়ার্ড ও পিআরবি গ্লোবাল এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় গণ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ইউনিয়নের গুনাকরকাটি বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত গণ সংবর্ধনা ও আলোচনা সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা দেশ গড়তে এবং শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদেরকে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী উপ-নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর তার সততা এবং দক্ষতায় এমন কয়েকটি এ্যাওয়ার্ড সে ইউনিয়ন বাসিকে উপহার দিতে সক্ষম হয়েছে। আগামীতে চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ তাদের কাজের দক্ষতায় এমন আরও এ্যাওয়ার্ড নিয়ে আসবে এমনটি আমার প্রত্যাশা।
কুল্যা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদ্য বিভিন্ন এ্যাওয়ার্ডে ভূষিত হওয়া কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক আব্দুল মোমিনের সঞ্চালনায় এসময় বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম, হারুন অর রশিদ, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হিরুলাল বিশ্বাস, প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, সহকারী শিক্ষক সাংবাদিক সুব্রত কুমার দাশসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইউপি চেয়ারম্যানকে সকল ওয়ার্ডবাসী, ইউনিয়নবাসী ও গ্রামপুলিশদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।