
প্রকাশ: ২২ জুন ২০২০, ২০:২৪

আমি একজন বড় ছেলে। নাটকের সঙ্গে আমার জীবনের আহামরি তফাত নেই। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যেমন পাবলিকে চান্স পায়, আমিও পেয়েছি। মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি। কিন্তু, তথাকথিত সুন্দর পৃথিবীর অসুন্দর দিকটার প্রায় অনেকখানিই দেখা হয়ে গেছে। আমাকে ভাবতে হয়, " ছোটবোনটার জন্য আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। বাবা মা-কে খুশি করার জন্য আমাকে লড়তে হবে।
আমার অগ্রগামী ভবিষ্যতকে যেন আমার মত কষ্ট করতে না হয়, তার জন্য লড়তে হবে। কারণ, আমি তো বড় ছেলে!"মাঝে মাঝে আমার মনে হয়, আমি নতান্তই অত্যাচারিত, অবহেলিত একজন মানুষ। হয়ত কেউ বিশ্বাসই করবে না, এই মানুষটার কখনও কোন স্বপ্নই বাস্তবায়িত হয়নি। সবাই, এক কথায় সব্বাই এই মানুষটাকে ব্যবহার করে।
