অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি ফারহানা শিমুর প্রথম কাব্যগ্রন্থ ‘আকাশের সীমানায়’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে আনন্দম প্রকাশনী। বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। কিন্তু মেলায় পাওয়া যাবে ১০৫টাকায়। বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার আনন্দম প্রকাশনী। উদ্যান, স্টল নং ৬৯৭।
‘আকাশের সীমানায়’ একটি স্বাধীনতা, প্রেম বিরহের কাব্য। মোট ৪২টি কবিতা নিয়ে বইটি প্রকাশ করেছে আনন্দম। উল্লেখ্য, কবি ফারহানা শিমু একজন একনিষ্ঠ, সক্রিয় সংবাদকর্মী। তিনি বর্তমানে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনে ‘নিউজরুম এডিটর’ হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান ও গবেষণা ইনস্টিটিউট থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।