কলকাতা বিমানবন্দরে ১৬ ঘণ্টা আটকা ২২০ বাংলাদেশি যাত্রী

নিজস্ব প্রতিবেদক
সৌম্যা সাহা , কলকাতা প্রতিনিধি ভারত
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ০৯:১৮ অপরাহ্ন
কলকাতা বিমানবন্দরে ১৬ ঘণ্টা আটকা ২২০ বাংলাদেশি যাত্রী

ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েছেন। রোববার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইট ওডি-১৬২ ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। এ ঘটনায় যাত্রীদের দীর্ঘ ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে অবস্থান করতে হচ্ছে।  


নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি রোববার রাত ১০টায় কুয়ালালামপুর থেকে ছাড়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরি করে। এটি ভোর ৩টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করে কলকাতায় অবতরণ করে।  


দীর্ঘ সময় আটকা পড়া যাত্রীদের মধ্যে নারী, শিশু এবং অসুস্থ রোগী রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় তাদের জন্য নিরাপত্তা তল্লাশি পয়েন্টে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেছে। তবে যাত্রীদের অভিযোগ, মালিন্দো এয়ার কর্তৃপক্ষ থেকে এখনও তাদের বাংলাদেশে ফেরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি।  


যাত্রীদের অনেকে মালিন্দো এয়ারের কুয়ালালামপুর ও ভারতের অফিসে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি। এক যাত্রী বলেন, "আমরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি। বিমান সংস্থা আমাদের কোনও তথ্য দিচ্ছে না। খাবার ও পানীয়ের ব্যবস্থাও পর্যাপ্ত নয়।"  


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মালিন্দো এয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি। যাত্রীদের এই দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে বিমান সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে।  


এদিকে আটকে থাকা যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বজনরাও। দ্রুত পরিস্থিতি সমাধানের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।