দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে শুভেচ্ছা, মতবিনিময় এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, "আমাদের বাংলাদেশে আমরা সকল ধর্মের লোক একসাথে বাস করি। আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, সাঁওতাল, গাড়োসহ সব ধর্মের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনাদের সহযোগিতায় আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।"
অনুষ্ঠানে উপজেলার ১৬টি গীর্জার প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং গীর্জার প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, "দেশের মানুষ জনগণের সরকার চায়। তাই দ্রুত নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।" তিনি আরও বলেন, "দেশনায়ক তারেক রহমান অতীতের বাধা অতিক্রম করে দ্রুত দেশে ফিরবেন বলে আমরা আশাবাদী।"
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।