ইসলামের প্রতিষ্ঠায় কওমি-আলিয়া ঐক্যের আহ্বান জানালেন-রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-খুলনা
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ০১:০৬ অপরাহ্ন
ইসলামের প্রতিষ্ঠায় কওমি-আলিয়া ঐক্যের আহ্বান জানালেন-রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দেশব্যাপী দ্বীনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেমদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (২৩ নভেম্বর) খুলনা মহানগরী জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কওমি-আলিয়া সব ভেদাভেদ ভুলে, এক হয়ে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে হবে।" 


মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।" তিনি সতর্ক করেন যে, "দোসররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে," এবং এ জন্য আলেম-ওলামাদের সজাগ থাকতে হবে। 


তিনি আলেমদের উদ্দেশ্যে বলেন, তাদের প্রধান দায়িত্ব হল পূর্ণাঙ্গ দ্বীনের প্রচার ও প্রসার করা। "প্রতিটি মসজিদ হবে ইসলামের চর্চার কেন্দ্র এবং ইসলামের প্রচার ও প্রসারের প্রধান কেন্দ্রবিন্দু," বলেন মাওলানা রফিকুল ইসলাম। 


এছাড়াও তিনি আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, "দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে, সব মতের আলেমদের এক হয়ে কাজ করার বিকল্প নেই," বলেন তিনি। মাওলানা রফিকুল ইসলাম আরও জানান, জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ প্রচেষ্টার সফলতার জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। 


তিনি বলেন, "আমরা উলামায়ে কেরাম যে দলের বা মতেরই হই না কেন, যদি মৌলিক বিষয়ে এক থাকতে পারি, তাহলে এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না।" আলেমদের ঐক্যকে ইসলামের বিজয়ের সোপান হিসেবে তুলে ধরেন তিনি এবং দেশের মানুষের ইসলামি ধারা গ্রহণের প্রবণতা উল্লেখ করে বলেন, "মানুষ এখন নতুন কিছু চায়, এটি ইসলামী ধারা, খেলাফত রাশেদীনের ধারা।"


মাওলানা রফিকুল ইসলাম শেষ করেন, দেশের উন্নয়ন ও ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সকল আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং মারকাজের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে। "একসাথে কাজ করলে, ইসলামের বিজয় নিশ্চিত হবে," বলেন তিনি।