তালায় বৈদ্যুতিক শক লেগে শিশুর মৃত্যু, মা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
আজমল হোসেন জুয়েল, উপজেলা প্রতিনিধি, তালা (সাতক্ষীরা):
প্রকাশিত: সোমবার ২৫শে নভেম্বর ২০২৪ ০৪:৩৭ অপরাহ্ন
তালায় বৈদ্যুতিক শক লেগে শিশুর মৃত্যু, মা গুরুতর আহত

সাতক্ষীরার তালা উপজেলায় বৈদ্যুতিক শক লেগে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জয়নব খাতুন। তিনি স্থানীয় জুয়েল মোড়লের কন্যা। 


পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রায় সাড়ে ১২টার দিকে শিশুর মা জান্নাতুল খাতুন রান্না করার সময় রাইস কুকারে পানি গরম করছিলেন। সেই সময় পানি গরম হয়েছে কিনা যাচাই করতে গিয়ে অসাবধানতাবশত কুকারের বিদ্যুৎ সার্কিটে হাত দেন। একই সঙ্গে তার কোলে থাকা শিশুকন্যা জয়নবও ওই পানি স্পর্শ করে। এতে মা ও মেয়ে উভয়ই বিদ্যুৎ শকের শিকার হন। 


এ ঘটনায় মা জান্নাতুল খাতুন গুরুতর আহত হন এবং শিশুটির মৃত্যু হয়। আহত মা ও শিশুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। জান্নাতুল খাতুন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 


তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. রায়হান ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মা এখনও হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা গুরুতর। 


এদিকে, বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে আহত হওয়ার ঘটনায় বারুইহাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


এ ঘটনা এলাকায় নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে, বিশেষ করে শিশুদের জন্য বিদ্যুৎযুক্ত যন্ত্রপাতি ব্যবহারের সময় আরও সাবধানতা অবলম্বন করার তাগিদ দিয়েছে। স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।