
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ২:৭

অস্ত্র আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় অব্যাহতি পেয়েছেন চট্টগ্রামের শিক্ষানবীশ আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরী। একবছর আগে ‘অস্ত্র ও ইয়াবাসহ’ সমর কৃষ্ণকে গ্রেফতার করা নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। একই গ্রামের লন্ডনপ্রবাসী এক ব্যক্তির প্ররোচনায় পুলিশ সমরকে ফাঁসানোর অভিযোগ করেছিল তার পরিবার। তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অস্ত্র উদ্ধারের সঙ্গে সমরের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো.ইসমাইল হোসেন পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে সমরকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব