
প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ০:৪৪

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আয়শা আক্তার মিন্নি এখন কারাগারে আছেন। ৫ দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে তোলার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে ১২ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতের তোলার পর পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মিন্নির পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। এ কারণে সরাসরি তার সঙ্গে কথা বলেন বিচারক। এ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, দু-একজন আইনজীবী ব্যক্তিগত কারণে বা বিভিন্ন বিবেচনায় মামলা নাও নিতে পারেন। কিন্তু সবাই মিলে যদি সিদ্ধান্ত নেন যে, মিন্নির পক্ষে দাঁড়াবেন না, তাহলে এটা আইনজীবীদের পেশাগত আচরণ বিরোধী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব