প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে আদালত এ আদেশ দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আদালতের এই আদেশের ফলে দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের কার্যক্রম আপাতত বন্ধ হয়ে গেল। আদালতের নির্দেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আইনজীবীরা জানান, কিছু অনিয়ম ও আইনি জটিলতার কারণে আদালতে রিট আবেদন করা হয়েছিল। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ স্থগিতাদেশ জারি করেন।
ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও হঠাৎ স্থগিতের খবরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।
বিস্তারিত আসছে..