সরাইলে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে যাওয়ায় ক্রেতারা অল্প টাকায় ব্যাগ ভরে বাজার করতে পারছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সরাইলের কালি কচ্ছ ও অরুয়াইল বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
বাজারে দেখা গেছে, শিমের কেজি ২০ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বাঁধাকপি ৩০ টাকা পিস, লাউ ৩০ থেকে ৪০ টাকা, পাকা টমেটো ৩০ থেকে ৪০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা ২০ টাকা, খিরা ৩০ টাকা এবং শসার কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও গ্রীষ্মকালীন সবজিগুলোর দামও কিছুটা হ্রাস পেয়েছে। বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙ্গা ৪০ থেকে ৬০ টাকা, এবং কাঁচামরিচ ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শীতকালীন শাক-সবজির মধ্যে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকা আঁটিতে বিক্রি হতে দেখা গেছে। লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস এবং মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারের এক ক্রেতা, উচালিয়া পাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, “মাসখানেক আগে শিম কিনেছি ১১০ টাকায়, কিন্তু আজ মাত্র ৩০ টাকা কেজিতে কিনেছি। এছাড়া বড় একটি ফুলকপি মাত্র ২০ টাকায় পেয়েছি, যা মাসখানেক আগে ৭০-৯০ টাকায় পাওয়া যেত না।”
সবজি বিক্রেতা মো. রাকিব জানান, “বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। সরবরাহ এমন থাকলে আগামী সপ্তাহে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।”
সবজির দামের এই পতনে সরাইলের সাধারণ ক্রেতারা যেমন স্বস্তি প্রকাশ করেছেন, তেমনি ব্যবসায়ীরাও বাজারের স্থিতিশীলতা নিয়ে আশাবাদী। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় এই স্বস্তি বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।