জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের আয়োজনে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এই কর্মশালায় বাগজানা ইউনিয়নের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা যুক্তি ও তর্কের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের নানা দিক তুলে ধরে বক্তব্য প্রদান করে। কর্মশালার বিচারকরা ফলাফল ঘোষণা করেন, যেখানে জীবনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ মোনালিসা আক্তার প্রথম স্থান অর্জন করেন। বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মওদুদ আহম্মেদ দ্বিতীয় এবং সোনাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ কাপী রাকিবুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক। এ সময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় এবং তাদের পড়ালেখায় মনোযোগী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার উৎসাহ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।