"Digital architecture transformation in local governments in Bangladesh" শীর্ষক উদ্যোগের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে স্মার্ট সার্ভিস ট্রান্সফরমেশন এন্ড প্রসেস ডিজাইন ও অবহিতকরণ বিষয়ক কর্মশালা রাজশাহীতে অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন) মহোদয়ের পরামর্শক্রমে Bill & Melinda Gates Foundation (BMGF) এর অর্থায়ন এবং এটুআই, আইসিটি ডিভিশন এর বাস্তবায়নে স্থানীয় সরকার ইনস্টিটিউটের ৫টি পাবলিক ফাইন্যানশিয়াল ম্যানেজমেন্ট (হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরণের সনদ যেমন জাতীয়তা সনদ, রিক্সা/ভ্যান লাইসেন্স, বিদ্যুত/গ্যাসসহ বিভিন্ন ধরণের বিল)) সংক্রান্ত সেবার স্মার্ট রূপান্তরের লক্ষ্যে "Digital architecture transformation in local governments in Bangladesh" শীর্ষক উদ্যোগ রাজশাহীতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।
উদ্যোগের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট সার্ভিস ট্রান্সফরমেশন এন্ড প্রসেস ডিজাইন ও অবহিতকরণ কর্মশালায় প্রায় ৬০ জনের অংশগ্রহনে ৩ দিন ব্যাপি কর্মশালার আজ প্রথম দিন (২৩ এপ্রিল ২০২৪ তারিখে) রাজশাহীতে অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ টি রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ৫টি ইউনিয়ন পরিষদে পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
উক্ত উদ্যোগ এর প্রধান সমন্বয়ক এটুআই, আইসিটি ডিভশনের চীফ ই-গর্ভনেন্স ড. ফরহাদ জাহিদ শেখ বর্ণিত কর্মশালায়
স্মার্ট সার্ভিস ট্রান্সফরমেশন এন্ড প্রসেস ডিজাইন এবং অত্র পাইলটিং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরবর্তীতে স্থানীয় সরকার ইন্সটিটিউটের জনপ্রতিনিধি, সেবা গ্রহীতা, সেবা প্রদানকারী, ইন্ডাস্ট্রি, একাডেমীয়া গনেরা মতামত প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী জেলা পরিষদ, পবা উপজেলা পরিষদ, চারঘাট পৌরসভা/উপজেলা পরিষদ, কাটাখালী পৌরসভা ও পারিলা, হরিপুর, হরিয়ান, হুজরীপাড়া ও ইউনিয়নের সম্মানিত মেয়র, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, প্রধান প্রকৈশলী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, সিস্টেম এনালিস্টগণ এছাড়াও উপস্থিত ছিলেন এটুআই আইসিটি ডিভিশনের কর্মকর্তাবৃন্দ
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।