পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পিছনে বাজার চৌধুরী পাড়া,ওয়াচু এলাকায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি কাটার অপরাধে নেপাল এিপুরা নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ।
সোমবার (১৭জানুয়ারি ২০২২ইং)বিকালের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের পিছনে বাজার চৌধুরী পাড়া,ওয়াচু এলাকায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি কাটার অপরাধে নেপাল এিপুরা নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, মাটিও বালুমহাল আইনে ১ লাখ টাকা জরিমানা, ৬ টি গাড়ি জব্দ করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের পিছনে বাজার চৌধুরী পাড়া,ওয়াচু এলাকায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিওিতে ঘটনাস্হলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নেপাল এিপুরাকে এ অর্থদন্ড দেয়া হয়।
বালু মহালও মাটি ব্যাবস্হাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১) ধারায় নেপাল এিপুরাকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
সরকারের অনুমোদনহীন বালুর ঘাট ও অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।