বিদ্রোহী প্রার্থীর রান্না করা খিচুড়ি এতিমখানায়

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ১৭ই নভেম্বর ২০২১ ০৫:২৩ অপরাহ্ন
বিদ্রোহী প্রার্থীর রান্না করা খিচুড়ি এতিমখানায়

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটার ও কর্মী সমর্থকদের খাওয়ানোর জন্য রান্নাকরা খিুচড়ি বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট। 


মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।


ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 


সূত্রমতে, রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস) চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের ছেলে মাহবুবুর রহমান সোহাগের নেতৃত্বে রামপট্টি এলাকার প্রায় এক হাজার কর্মী সমর্থকদের জন্য খিচুড়ি রান্না করা হয়। 


রান্নার শেষপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোজের সকল আয়োজন বন্ধ করে দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাবারগুলো জব্দ করে চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।