কঠোর লকডাউনের ৬দিনে ধামইরহাটে ৮৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৮শে জুলাই ২০২১ ০৭:৩১ অপরাহ্ন
কঠোর লকডাউনের ৬দিনে ধামইরহাটে ৮৬ মামলা

নওগাঁর ধামইরহাটে ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। ৬ষ্ঠ দিন পর্যন্ত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনা বাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ দিনভর মাঠে চালাচ্ছেন ঝটিকা অভিযান। 




ইতিমধ্যেই সরকারি আইন অমান্য করে চলাচল ও দোকানপাট খোলার দায়ে ৮৬টি মামলায় ২৬ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।



ভ্রাম্যমান আদালতের সহকারী  (পেসকার) মেহেদী হাসান জানান,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ  ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ৭০টি মামলায় ২৩ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করেন। 



অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গনপতি রায় মানুষকে সচেতন করার পাশাপাশি ১৬টি মামলায় ৩ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে পেসকার বাদল হোসেন জানান।



২৮ জুলাই দিনব্যাপী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ এর কড়া নজরদারিতে রাস্তাঘাট অনেকটাই জনশুন্য দেখা গেছে।