প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ২৩:৪২
পটুয়াখালী মহিপুরে তিন বছর পলাতক থাকায় পর জি আর মামলার অন্যতম পলাতক আসামী জয়নাল আবেদীন খানকে (২৮) গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
রবিবার সকালে চরনজিব গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি মামলায় সাত বছরের দন্ডপ্রাপ্ত আসামী । তিনি চর নজিবপুর গ্রামের সানু খানের ছেলে ।
মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালে গলাচিপা থানায় জি আর মামলায় (নং ১৯৫/১৬) আসামী জয়নাল আবেদীনকে গ্রেফতার করি। তার সাত বছর সাজা হয় এরপর থেকে জয়নাল পলাতক ছিল।