প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১৯:৫০
হেফাজতে ইসলাম বাংলাদেশের ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১
প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্য, র্যাব
প্লট দুর্নীতির তিন পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত কক্ষে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ জানায়, তিনটি পৃথক মামলায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ অবৈধভাবে বরাদ্দ, অপব্যবহার ও ব্যক্তিগত সুবিধা
সারা দেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে বড় ধরনের রদবদল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। বিচার বিভাগের সামগ্রিক কাঠামো শক্তিশালী করা এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুততর করার অংশ হিসেবেই এই ব্যাপক রদবদল বলে জানা গেছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট ৮২৬
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত এই রায়ের ফলে তাদেরকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হলো। এর আগে গত ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এদিন তিন মামলারই একসঙ্গে রায় দেবেন। এর আগে গত ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। তিন মামলাতেই