প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১৯:৫০
হেফাজতে ইসলাম বাংলাদেশের ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১
আইনপ্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে আদালতে কোনো ব্যক্তির জামিন হলে সেই আদেশ এক ক্লিকের মাধ্যমেই কারাগারে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) চ্যানেল 24 কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এতদিন পর্যন্ত আদালত থেকে কারাগারে জামিনের আদেশ পাঠাতে অন্তত ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময়ক্ষেপণ,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, গুমের মামলায় সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেন, আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। রোববার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গুমের মামলায় সেনা কর্মকর্তারা হেফাজতে আছেন এমন তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ পরোয়ানা বৃহস্পতিবার সকালে আইজিপি ও সংশ্লিষ্ট বাহিনীর ১২টি দপ্তরে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার বিকেলেই দুই মামলায় ৩০ জন আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে। মামলাগুলো দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাবলম্বীদের গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ
জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম। বাকি তিনজন হলেন রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান। বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রসিকিউটর ফারুক আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে মামলার প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে,