প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১৯:৫০
হেফাজতে ইসলাম বাংলাদেশের ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১
হাইকোর্ট জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদনটি ‘জুলাই রেভুলেশন-২০২৪’ নামে গেজেট আকারে প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও তথ্য আহরণের জন্য প্রতিবেদনটি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানতে চেয়েছে,
২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে সাত জনকে হত্যা করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সাজানো এই জঙ্গি ঘটনার সময় বিভিন্ন পুলিশ কর্মকর্তার এবং সিভিলিয়ানদের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্ত চলাকালীন সময়ে সংশ্লিষ্ট বেশ কিছু পুলিশ ও সরকারি কর্মকর্তার দায়িত্ব ও আচরণ নিয়েও প্রশ্ন তোলা
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত নাসির উদ্দীনকে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলার পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তলব করা হয়েছে। একই সঙ্গে তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ধানমন্ডি থানার ওসি থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে
ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে হাজির করা হলে তাকে জামিন দেওয়ার আদেশ দেওয়া হয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজিজুরকে হত্যা মামলার আসামি করা হয়নি। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২