বরিশালের ইউএনও মু‌নিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে আগস্ট ২০২১ ১২:৪০ অপরাহ্ন
বরিশালের ইউএনও মু‌নিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু‌নিবুর রহমান শোভনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। আজ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের একজন সিনিয়র সচিব। তবে গত বুধবার (১৮ আগস্ট) ঘটনার সাথে বদলী আদেশের কোন সম্পৃক্ততা নেই বলে জানা গেছে।


তিনি বলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু‌নিবুর রহমানকে আগস্ট মাসে জনপ্রশাসন মন্ত্রনালয় পদায়ন করা হয়েছে। আগামী মাসে জনপ্রশাসন মন্ত্রনালয়ে  যোগদান করবেন মুনিবুর রহমান।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান জানান, গত ১০ আগস্ট তার বদলী আদেশ হয়েছে তবে এখনো তিনি সেই আদেশ হাতে পাননি। আদেশের কপি পেলে তিনি সঠিক সময়ে বদলীকৃত স্থানে যোগদান করবেন।