উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না।
আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার শত শত মানুষ প্রতিদিন রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত ট্রেনের যাত্রা বিরতি না থাকায় তাদের বড় অংশকে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, “ঢাকায় কর্মরত আমরা আত্রাইবাসী বাড়ি যেতে চাইলেই বিপাকে পড়ি। ফ্যামেলি নিয়ে যাতায়াত আরও কষ্টকর হয়ে যায়। যদি কয়েকটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া হয়, তাহলে বহু মানুষ উপকৃত হবে।”
আত্রাই রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার বলেন, “এখানে বিপুল যাত্রী চাহিদা রয়েছে। আরও কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি কার্যকর হলে যাত্রীসেবার মান বাড়বে, পাশাপাশি রেলের রাজস্বও বৃদ্ধি পাবে।”
স্থানীয়দের দাবি, অন্তত চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আহসানগঞ্জে চালু করা হোক।