লালপুরে লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: রবিবার ৪ঠা জুন ২০২৩ ১০:৪৩ অপরাহ্ন
লালপুরে লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন

নাটোরের লালপুরে ভ্যাপসা গরম ও ঘনঘন লোডশেডিংএ অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। শনিবার ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১০ ঘন্টা বিদ্যুৎ ছিলো না। প্রতি এক ঘন্টা পর পর লোডশেডিং হচ্ছে। এতে জনজীবনে নাভিশ^াস উঠেছে। জ্যৈষ্ঠর তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে শরীর থেকে শুধু ঘাম ঝড়ছে। 


বাহিরে প্রচন্ড খরতাপে শরীর জ¦লে যাচ্ছে। ঘরে ফ্যানের বাতাসেও যেনো আগুনের হাবগি বইছে কোথাও একটু স্বস্থির ছায় নেই। একটু স্বস্থি পেতে অনেকেই দুই থেকে তিন বার গোসল করছেন। তীব্র খরায় গাছ-গুল্ম-লতা ও প্রাণীকুল বিপর্যস্ত হয়ে পড়েছে।


অনার্স পড়–য়া শিক্ষার্থী তানজিলা ইসলাম লাইলী বলেন, এক ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে। আমাদের পরীক্ষা চলছে। পড়তে বসলেই বিদ্যুৎ চলে যাচ্ছে। প্রচন্ড গরম তার উপরে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে যাচ্ছি পড়তে পারছিনা।’


লরেঞ্চ তিনি ফিল্যাংসিং করেন, ঘনঘন লোডশেডিংএর কারনে কাজ করতে পারছেনা। উপায়অন্ত না পেয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস কিনেও কোন লাভ হচ্ছে না। লোডশেডিংএর কারনে ব্যাটারীতে চার্জ হচ্ছে না।’


বাবু আলী নামের এক অটোভ্যান চালক বলেন, ঋণদেনা করে এই ভ্যান টা তিনি বানিয়েছেন। ভ্যান চালিয়ে তার সংসার চলে। ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ভ্যানের ব্যাটারীতে চার্জ না হওয়ায় ভাড়া মারতে পারছেনা।’


নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি -২ এর জেনারেল ম্যানেজার মোমীনুল ইসলাম বলেন,ডে পিকে মোট ডিমান্ড ছিলো ১০.৫ মে.ও সাপ্লাই ছিলো মে.ও। আর নাইটে ডিমান্ড ছিলো ১৪.৫ মে.ও সাপ্লাই ছিলো ৯ মে.ও । পার শেড করে লোডশেডিং চালানো হয়েছে। তবে লালপুরে লোডশেডিংটা বেশি হওয়ার কারন ঈশ^রদীর জয়নগর দুইটা ট্রান্সফারমার মধ্যে একটি নষ্ট হওয়ায় একটি দিয়ে বিদ্যুৎ সাপ্লাই করা হচ্ছে এজন্য বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। এর সঙ্গে লোডশেডিং তো আছেই। তবে ঈদের আগেই এই সমস্যা কিছুটা কমবে বলে জানান তিনি।