প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১:৪
ভারতীয় ইমিগ্রেশন কতৃপক্ষ যাত্রী গ্রহণে অনীহা প্রকাশ ভিসা পেয়েও পাসপোর্ট যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যেতে পারছেন না। নতুন করে ভিসা পেয়ে অনেকে ভারতে যাওয়ার জন্য হিলি ইমিগ্রেশনে এলেও ফিরে যেতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন তারা। তবে দেশের অন্যান্য ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে গিয়ে এই পথে দেশে ফিরতে পারছেন পাসপোর্টযাত্রীরা।
হিলি ইমিগ্রেশনের তথ্য মতে, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধের পর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে এই পথে নতুন করে পর্যটক ভিসা চালু হয়েছে। তবে ভারত যাত্রী গ্রহণ না করায় পাসপোর্টযাত্রীরা বাংলাদেশ থেকে ভারতে যেতে পারছেন না। ফলে হিলি ইমিগ্রেশন থেকে ফেরত যেতে হচ্ছে যাত্রীদের।
হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার জন্য ভিসা পাওয়া একজন পর্যটক বলেন, পর্যটক ভিসায় ভারতে যাওয়ার জন্য দীর্ঘ দিন থেকে আবেদন করে আসছিলাম। কিন্তু অনুমোদন না পাওয়ায় যেতে পারি নাই। চলতি বছরের গত ৩১ মার্চ সর্বশেষ আবারও আবেদন করেছিলাম। গত বৃহস্পতিবার রংপুরস্থ ভারতীয় ভিসা আবেদন সেন্টার থেকে ভিসা দেওয়া হয়েছে। সেই সাথে ভিসাতে পথ হিসেবে হিলি উল্লেখ করা হয়েছে। সে মোতাবেক ভারতে যাওয়ার জন্য শুক্রবার হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসার পর জানতে পারি এই ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়া যাবে না। ভারতীয় ইমিগ্রেশন যাত্রী গ্রহণ করেছেন না। এখন না যেতে পেরে বিপাকে পড়েছি। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছি।
তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা পর্যটকদের হয়রানি ছাড়া কিছুই নয়। আমি ট্রেনের টিকিট ও হোটেল বুকিংসহ সব কাজ করে রেখেছি। এখন শুনছি যাওয়া যাবে না। এখন ফিরে যেতে হচ্ছে। এতে আমার টিকিটের টাকা গচ্চা যাচ্ছে। আমরা চাই, ভিসা যেমন দিচ্ছে তেমনি দ্রুত এই পথ দিয়ে যাত্রী যাওয়া শুরু করা হোক। তাহলে আমাদের জন্য ভালো হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধের গত ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। তবে সেসময় শুধুমাত্র ভারত থেকে যাত্রীদের দেশে আসা শুরু হয়। এখন পর্যন্ত এই কার্যক্রম চলমান। সম্প্রতি হিলি দিয়ে ভিসা দেওয়া শুরু হলেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করতে অনীহা প্রকাশ করায় ভারতে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। তবে আমাদের দিক থেকে যাত্রী বহির্গমনের বিষয়ে কোনও বাধা নেই।