প্রকাশ: ১১ জুলাই ২০২০, ২২:১৫
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত আরব আমিরাত (ইউ,এ,ই) কেন্দ্রীয় ১০১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা।সভাপতিঃজনাবঃ ফরিদ আহম্মেদ (শাহিন)।সাধারণ সম্পাদকঃজনাঃ বাবু নীল রতন দাস। সাংগঠনিক সম্পাদকঃ জনাবঃ সজিব (গাজী)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত আরব আমিরাত( ইউ.এ. ই) কেন্দ্রীয় আংশিক কমিটি'র নব নির্বাচিত, বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রদল নেতা বৃহত্তর কুমিল্লা'র কৃতি সন্তান প্রিয় সহযোদ্ধা ফরিদ আহমদ সাহিন, সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা ঢাকা কেরানীগঞ্জ থানার গর্বিত সন্তান প্রিয় সহযোদ্ধা নীল রতন দাস ও সুদক্ষ সাংগঠনিক সম্পাদক চাঁদপুর জেলার রাজপথ কাঁপানো সাবেক ছাত্রদল নেতা প্রিয় সহযোদ্ধা সজিব গাজী সহ ১০১ সদস্য বিশিষ্ট,নব গঠিত ইউ,এ,ই কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ'র জানাই জিয়ায়ী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। নবগঠিত কমিটি'র সকল নেতৃবৃন্দ দের কাছে প্রত্যাশা করছি সুষ্ঠ নেতৃত্ব প্রদানের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম সৎ,বিচক্ষণতা দক্ষতা, দৃঢ মনভাব এবং সততা'র সাথে পরিচালিত করবেন।