প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১৫:৫৯
এক সপ্তাহের মৃত্যুর ব্যবধানে বাড়লো আরও ৫০ হাজার। ঠিক এক সপ্তাহ আগে লিখেছিলাম, করোনাভাইরাসের কারণে মৃত্যু পার হলো ১ লাখ। গত এক সপ্তাহে মৃত্যুর হার কমেনি। একই থাকলো। ক্ষেত্রে বিশেষে বেড়েছে। অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীব্যাপি মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেলো।মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ানোর সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লাখ ছাড়িয়ে গেলো। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের উহানে প্রথম সনাক্তের পর এখনও পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ এবং অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতি এই করোনাভাইরাস।
এখনও পর্যন্ত আক্রান্ত হওয়া ২২ লাখ ২৮ হাজার ৭৮৪ জনের মধ্যে মৃত্যু এবং সুস্থ হওয়াজনিত কারণে ভাইরাস থেক মুক্তি মিলেছে মোট ৭ লাখ ১৪ হাজার ৬৭৫ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে, কিংবা হোম আইসোলেশনে রয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ১০৯ ব্যক্তি। এদের মধ্যে ৪ ভাগ তথা ৫৬ হাজার ৩৬৩ জন রয়েছে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। বাকি ১৪ লাখ ৫৭ হাজার ৭৪৬ জন এখনও ঝুঁকিমুক্ত।
ইনিউজ ৭১/ জি.হা