প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১৬:৪৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কানাডায় এক হাজার ১০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ২৮ হাজার তিনশ ৮০ জন।
জানা গেছে, ফরাসি ভাষাভাষিদের রাজ্য কুইবেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত চারশ ৮৭ জনের প্রাণহানি ঘটেছে। সেই রাজ্যেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে অন্তারিও রাজ্যে গতকাল মারা গেছে ৫১ জন এবং তার আগের দিন ৪৩ জনের মৃত্যু হয়েছে।
কুইবেকে ১৪ হাজার আটশ ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। অন্যদিকে অন্তারিও রাজ্যে সেই সংখ্যা আট হাজার চারশ ৪৭ জন। কানাডার ৮৫ শতাংশ আক্রান্তের ঘটনা ঘটেছে এই দুই রাজ্যে।
এদিকে সারাবিশ্বে মোট ২০ লাখ ৮৩ হাজার তিনশ ২৬ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক লাখ ৩৪ হাজার ছয়শ ১৬ জন।