করোনা শনাক্ত সৌদিতে আরও ৪ ব্যক্তির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৯ই মার্চ ২০২০ ০১:৫৬ অপরাহ্ন
করোনা শনাক্ত সৌদিতে আরও ৪ ব্যক্তির

সৌদি আরব কর্তৃপক্ষ নতুন আরও চারজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে।এদিকে সৌদি আরব হতে আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, ইতালি ও ইরাকে যাওয়া এবং সে সকল দেশ হতে আসা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। এসব দেশের সাথে স্থল, জল ও আকাশ পথে সকল যোগাযোগ বন্ধ থাকবে।

অপরদিকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি যেকোনো ধরনের ইসলামী জলসা, দাওয়াতি প্রোগ্রাম, মসজিদ ভিত্তিক প্রোগ্রাম ও তাহফিজ প্রোগ্রামসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।