ইরান ও তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২০ ০৪:২১ অপরাহ্ন
ইরান ও তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহত

পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের তুর্কি সীমান্তবর্তী আজারবাইজান প্রদেশে। এতে এখন পর্যন্ত তুরস্কে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সংস্যা আরও বাড়তে পারে। ২৫ জন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের (আইআরএসসি) মতে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটিতে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল কোতার জেলায় এবং ভূপৃষ্ঠের অন্তত ছয় কিলোমিটার গভীরে। ভূমিকম্পে সীমান্তবর্তী এলাকার অন্তত ৪৩টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।

এক ইরানি কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় টিভিকে জানান, আমাদের উদ্ধারকারী দলগুলোকে ভূমিকম্প কবলিত এলাকায় প্রেরণ করা হয়েছে। একই ভূমিকম্পে তুরস্কের ভ্যান শহরে ভবনধসের খবর পাওয়া গেছে। ইরানের জরুরি উদ্ধার বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত এ ভূমিকম্পে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এক ব্রিফিংয়ের সময় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়ালু জানান, ভূমিকম্পের ফলে কিছু ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। বহু লোক ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েছেন। তার দেশের সীমান্তবর্তী ওয়ান এলাকায় অন্তত সাত জন নিহত হয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব