
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪০

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ও অসুস্থ অবস্থায় আরও অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই এলাকাবাসী আগুনের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে খবর পৌঁছায়। খবর পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
সকাল ৭টা ৫৮ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। ভবনের ভেতরে ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে আরও কিছুক্ষণ। সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

এ ঘটনায় নিহত ৫ জনের মধ্যে দুইজন নারী ও ৩জন পুরুষ। আগুন লাগার সময় তারা ভবনের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে। ধোঁয়া ও আগুনে আটকে পড়ায় তারা প্রাণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। উদ্ধার হওয়া সবাইকে তাৎক্ষণিকভাবে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।