
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬

চীনের জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর দমন-পীড়ন ও তাদের জোরপূর্বক আটকে রাখা নিয়ে একটি গোপন নথি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া এই নথিতে জিনজিয়াংয়ের বন্দিশিবিরে আটকে রাখা উইঘুর মুসলিমদের ভাগ্য কীভাবে নির্ধারণ করা হয়; সেসবের বিশদ বর্ণনা রয়েছে।

এতে ওই ব্যক্তিদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয় নম্বর, আটক করার তারিখ, অবস্থানের পাশাপাশি তাদের ধর্মীয় পরিচয় ও প্রত্যেক পরিবারের বিশদ বর্ণনা রয়েছে। এছাড়া কেন তাদের আটক করা হয়েছে এবং ভবিষ্যতে ছাড়া পাবেন কি-না সে ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত ওই নথিতে আটককৃতদের নামের পাশে লিপিবদ্ধ। তবে দেশটির সরকারের কোন বিভাগ এই নথি তৈরি করেছে সে ব্যাপারে পরিষ্কার কোনও তথ্য পাওয়া যায়নি।
