
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ৫:০
সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন ইরানি বিপ্লবী গার্ডের সদস্য ও অপর তিনজন সিরীয় সেনা (সাতজন) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইল এ হামলা চালায়। খবর আরব নিউজের।
এদিকে সিরীয় সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে দামেস্কে ক্ষেপনাস্ত্র হামলা করা হয়। সানার সংবাদে জানানো হয়, ক্ষেপনাস্ত্রগুলো লক্ষে পৌঁছার পূর্বেই এগুলোকে প্রতিহত করা হয়েছে। হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
