চরম উত্তেজনার মধ্যে সিরিয়া সফরে পুতিন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২০ ০৯:৩৯ অপরাহ্ন
চরম উত্তেজনার মধ্যে সিরিয়া সফরে পুতিন!

হঠাৎ করেই সিরিয়া সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন এক সময় সিরিয়া সফর করলেন, যখন ইরাকে মার্কিন দুই ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ৮০ জনকে হত্যা করেছে ইরান। কাসেম সোলাইমানি হত্যার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই তিনি সফর করলেন।

সিরিয়া সফরে গিয়ে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকও করেছেন পুতিন। এছাড়া সেখানকার শান্তিপূর্ণ জীবনযাপনও পর্যবেক্ষণ করেন। জানা গেছে, গতকাল দামেস্কে রাশিয়ার কমান্ড সেন্টারে তারা বৈঠক করেন। পুতিনকে বহনকারী বিমান দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারপর তারা বৈঠক সেরে ফেলেন।

ওই বৈঠকে বাশার আল আসাদ এবং ভ্লাদিমির পুতিন সামরিক কর্মকর্তাদের কাছ থেকে সিরিয়ার বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি জেনে নেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, খালি চোখে দেখা যাচ্ছে রাজধানী দামেস্কে শান্তিপূর্ণ জীবন যাপন চলছে। তবে ইরানের ব্যাপারে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো উল্লেখ নেই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব