ইরাকের সংসদে বিদেশী সৈন্য প্রত্যাহারের বিল পাশ হওয়ার পরই সেখান থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করতে শুরু করেছে ইউরোপীয়ান দেশ জার্মানি। জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে জানায়, এ বিল পাশ হওয়ার পরই তারা সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। তবে একসাথে সব সৈন্য প্রত্যাহার না করে ধীরে ধীরে সৈন্য প্রত্যাহার করবে দেশটি।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, আমরা যে ইরাকের সার্বভৌম সরকারের যে কোন সিদ্ধান্তকে সম্মান করি। সেজন্যই সেখান থেকে আমাদের সৈন্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সেই সাথে আন্তর্জাতিক সৈনবাহিনী প্রত্যাহার করা হলে সেখানে পুনরায় আইএসআইএস বা দায়েশের মতো সংগঠনগুলো মাথাচারা দিয়ে উঠতে পারে সেদিকেও নজর দেয়া দরকার।
ইরাকের বাগদাদ বিমান বন্দর এলাকায় একটি বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল সোলাইমানির মৃত্যুর পরই উত্তাল হয়ে উঠে ইরাক ও ইরান। এর প্রেক্ষিতেই ইরাকের সংসদ দেশটিতে অবস্থানরত সকল বিদেশী সৈন্য প্রত্যাহার করার প্রস্তাব পাশ করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।